কিডনি রোগে আক্রান্ত শিক্ষার্থীর পাশে দাঁড়ালো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ

|

খাগড়াছড়ি প্রতিনিধি:

কিডনি রোগে আক্রান্ত ৭ম শ্রেণির ছাত্রী পদ্মা চাকমার পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। সকালে নিজ কার্যালয়ে পদ্মা চাকমার পিতা লালন চাকমার হাতে অনুদানের ৫০ হাজার টাকা তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

পরে পদ্মা চাকমাকে দেখতে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে যান কংজরী চৌধুরী। এসময় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণ জীবন চাকমা, ডা. টুটুল চাকমা ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

পদ্মা চাকমা খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বাচামরং পাড়া এলাকার বাসিন্দা। দীঘিনালা উপজেলার বেতছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়তো সে। দরিদ্র পরিবারের এই শিক্ষার্থী কিডনি রোগে আক্রান্ত হয়ে গত ৯ই জুলাই থেকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। উন্নত চিকিৎস্যার জন্য তাকে শীঘ্রই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের কথা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply