মালয়েশিয়ায় আলজাজিরার অফিসে অভিযান

|

ফাইল ফটো

মালয়েশিয়ায় কাতারভিত্তিক নিউজ চ্যানেল আলজাজিরার অফিসে মঙ্গলবার অভিযান চালিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

চ্যানেলটিতে প্রচারিত একটি ডকুমেন্টারি প্রতিবেদনের জন্য চলমান অনুসন্ধানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। অভিযান চালিয়ে দুটি কম্পিউটার জব্দ করা হয়।

মালয়েশিয়ার কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) অ্যাস্ট্রো ও ইউনিফাই টিভিএস নামে স্থানীয় দুটি সম্প্রচার কেন্দ্রের অফিসেও অভিযান চালায় বলে মালয়েশিয়ান ডেইলি দ্য স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়েছে।

গত ৩ জুলাই আলজাজিরায় ডকুমেন্টারি প্রতিবেদনটি প্রচারিত হয়। সেখানে বাংলাদেশি শ্রমিক রায়হান কবীর মালয়েশিয়ান কর্তৃপক্ষকে নিয়ে সমালোচনামূলক বক্তব্য প্রদান করেন। পরে ২৫ জুলাই কবীরকে আটক করা হয়।

এদিকে এক বিবৃতিতে মালয়েশিয়ান কর্তৃপক্ষের এই কার্যক্রমের নিন্দা জানিয়েছে আলজাজিরা।

আলজাজিরার ব্যবস্থপনা পরিচালক গিলস ট্রেন্ডলি বলেছেন, ‘অফিসে অভিযান চালিয়ে কম্পিউটার জব্দ করা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। আলজাজিরা আমাদের সাংবাদিক এবং আমাদের প্রতিবেদনের পক্ষেই থাকবে। আমাদের কর্মীরা তাদের কাজ করেছে এবং এরজন্য তারা ক্ষমা চাইবে না। সাংবাদিকতা কোনো অপরাধ নয়।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply