শেখ কামাল বেঁচে থাকলে সমাজকে অনেক কিছুই দিতে পারতো: প্রধানমন্ত্রী

|

শেখ কামাল বেঁচে থাকলে সমাজকে অনেক কিছুই দিতে পারতো। স্বাধীনতা সংগ্রামের প্রতিটি ক্ষেত্রে কামালের সক্রিয় ভূমিকা ছিল। দুপুরে শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল আলোচনা ও দোয়ায় যোগ দিয়ে একথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, যার হাতে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতাবিরোধীরা তাকেই স্বপরিবারের হত্যা করেছে। সেই হত্যার বিচার পেতে ২১ বছর অপেক্ষা করতে হয়েছে বলে আক্ষেপ করেন প্রধানমন্ত্রী।

শেখ কামাল প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে নিজেকে বিশেষ কিছু মনে করতেন না বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী আজ।

১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাতবরণ করেন শেখ কামাল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply