কোয়াটার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলান

|

কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলান। শেষ ষোলর দ্বিতীয় লেগের ম্যাচে ম্যানইউ ২-১ গোলে হারিয়েছে লাস্ককে আর ইন্টার মিলান ২-০ গোলের জয় পেয়েছে গেটাফের বিপক্ষে।

প্রথম লেগে ৫-০ গোলের জয় থাকায় ঘরের মাঠে লাস্কের বিপক্ষে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের নিয়ে একাদশ গড়েন ম্যানইউ কোচ ওলে গানার শোলশায়ার। যার প্রভাব পড়ে ম্যাচে প্রথমার্ধে, অস্ট্রিয়ার ক্লাব লাস্কের বিপক্ষে ততটা দাপট দেখাতে পারেনি রেড ডেভিলরা। সুযোগ কাজে লাগিয়ে ৫৫ মিনিটে ফিলিপ উইজেনার লিড এনে দেন লাস্ককে। তবে দুই মিনিট পর জেসি লিঙ্গার্ড সমতায় ফেরায় ম্যানইউকে। ৮৮ মিনিটে বদলি স্ট্রাইকার অ্যান্থনি মার্শিয়াল জয় নিশ্চিত করেন ইউনাইটেডের। দুই লেগ মিলে ৭-১ গোলের লিড নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌছায় ম্যানচেস্টারের ক্লাবটি।

আরেক ম্যাচে ইতালিয়ান জায়ান্ট ইন্টার, গেটাফের বিপক্ষে শুরু থেকেই ছিলো দাপুটে। ৩৩ মিনিটে রোমেলো লুকাকু প্রথম লিড এনে দেয় ইন্টারকে। ৭৬ মিনিটে পেনাল্টি পেয়েও সমতায় ফিরতে পারেনি গেটাফে। স্পট কিক মিস করেন হোর্হে মলিনা। তবে সুযোগ হাতছাড়া করেনি ইন্টার ৮৩ মিনিটে গেটাফে ডিফেন্ডারের ভুলের ফায়দা নিয়ে দলের ২-০ গোলের জয় নিশ্চিত করেন মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply