যুক্তরাষ্ট্রে টিকটক-উইচ্যাট নিষিদ্ধে ট্রাম্পের নির্বাহী আদেশ

|

যুক্তরাষ্ট্রে টিকটক-উইচ্যাট নিষিদ্ধে নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার তিনি এই আদেশে সই করেন। নির্বাহী আদেশ জারির ৪৫ দিনের মাথায় এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

দুটি আদেশে টিকটকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বাইটড্যান্স ও উইচ্যাটের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ট্যানসেন্টের সঙ্গে লেনদেন বন্ধের আদেশ দেয়া হয়।

চীনভিত্তিক দুইটি টেক জায়ান্টের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অভিযোগ, তারা চীনের কাছে যুক্তরাষ্ট্রের তথ্য পাচার করছে।

নির্বাহী আদেশে ট্রাম্প লেখেন, টিকটকের সংগৃহিত ব্যবহারকারীদের তথ্য মার্কিন সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি চালাতে চীনকে সুযোগ করে দিবে। সেইসঙ্গে মানুষকে প্রতারণা ও কর্পোরেট কেলেঙ্কারি জন্য তথ্য হাতিয়ে নেবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply