সারা ভারতে গরু জবাই নিষিদ্ধের দাবি রাম মন্দিরের ভূমি পূজার প্রধান পুরোহিতের

|

অযোধ্যার বিতর্কিত ভূমিতে রাম মন্দির স্থাপনের ভূমি পূজা উপলক্ষে এবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিকট আরেক বিতর্কিত আবদার করে বসলেন পূজার প্রধান পুরোহিত গঙ্গাধর পাঠক। পূজার দক্ষিণা হিসেবে এবার তিনি গোটা ভারতে গরু জবাই নিষিদ্ধ করার আবদার তোলেন মোদীর কাছে। খবর ভারতীয় গণমাধ্যম জি নিউজ২৪’র

সংসদে এমন আইন প্রণয়ন করলেই তিনি পাবেন তার উপযুক্ত দক্ষিণা। সেইসাথে এটি ভারতের প্রতিটি মানুষের প্রাণের দাবি বলেও জানান গঙ্গাধর পাঠক।

গঙ্গাধর পাঠক বলেন, নরেন্দ্র মোদী গণতন্ত্রের রক্ষা করার পাশাপাশি হিন্দু ধর্মের সেবাও করেছেন। একজন হিন্দু পুরোহিত হিসাবে তাই তিনি গর্বিত।

অবশ্য এমন দাবি তিনি সরাসরি ভূমি পূজার দিন করতে পারেননি মোদীর নিকট। পরবর্তীতে সংবাদ মাধ্যমের কাছে দেয়া সাক্ষাৎকারে তার এমন ইচ্ছার কথা জানান গঙ্গাধর।

গঙ্গাধর বলেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেমন গোহত্যার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন মোদীও যেন সারা ভারতের জন্য সেরকমই কোনো আইন প্রনয়ণ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply