বাবরি মসজিদ ছিল, আছে, থাকবে: ‘অল ইন্ডিয়া ইমাম অ্যাসেসিয়েশন’র প্রধান

|

ভারতের অযোধ্যায় বিতর্কিত রাম মন্দিরের ভূমি পূজার পরেই সেখানে আবার মসজিদ তৈরি করা হবে বলে ঘোষণা দিয়েছেন ‘অল ইন্ডিয়া ইমাম অ্যাসেসিয়েশন’র প্রধান সাজিদ রাশিদি। খবর ভারতীয় গণমাধ্যম জি নিউজ২৪’র।

সাজিদ রাশিদি বলেন, বিতর্কিত সেই জমিতে কোনওদিন মন্দির ছিল না। তাই মন্দির ভেঙে বাবরি মসজিদ গড়ার কোনও প্রশ্নই ছিল না। ওই জমিতে মসজিদ ছিল। আর মসজিদ ভেঙেই মন্দির হয়েছে। আমরা মনে করি, ওই জায়গায় বাবরি মসজিদ ছিল, আর মসজিদই থাকবে। মন্দির ভেঙে কখনও ওখানে মসজিদ তৈরি হয়নি। কিন্তু এবার সেরকম কিছু হতেই পারে। মন্দির ভেঙে ওই জমিতে আবার মসজিদ নির্মাণ করা হতে পারে।

এরআগে, ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’ও তাদের বিবৃতি দিয়ে জানায়- এখানে মসজিদ ছিল, আছে এবং থাকবে।

গত বছর নভেম্বরে অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের রায় দিয়েছিল ভারতীয় আদালত। একই সাথে মসজিদ নির্মাণের জন্য ৫ একর ভূমি সুন্নি ওয়াকফ বোর্ডকে বরাদ্দ দেয়ারও নির্দেশ দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply