ব্রাজিলে করোনায় প্রাণহানি লাখের ঘর ছুঁলো

|

ব্রাজিলে করোনায় প্রাণহানি লাখের ঘর ছুঁলো

যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে করোনাভাইরাসে প্রাণহানি লাখের ঘর ছুঁলো ব্রাজিলে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০ লাখ।

করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৬ হাজার ৩০৫ জন। মারা গেছেন ৮৪১ জন। এ নিয়ে ব্রাজিলে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৫৩৪ জন। এবং মোট আক্রান্ত ৩০ লাখ ১৩ হাজার ৩৬৯ জন।

এ ভাইরাসে ব্রাজিলে আক্রান্ত ৩০ লাখ ১৩ হাজার ৩৬৯ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৮ লাখ ১৮ হাজার ৫৩৩ জন চিকিৎসাধীন এবং ৮ হাজার ৩১৮জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ২০ লাখ ৯৪ হাজার ২৯৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

এছাড়া দিনের সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মারা গেছেন সাড়ে ৯শ’ মানুষ। দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ৬৫ হাজারের বেশি, আক্রান্ত সাড়ে ৫১ লাখ।

এদিকে শনিবার বিশ্বজুড়ে সাড়ে ৫ হাজার প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে আড়াই লাখের বেশি। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু ৭ লাখ ২৯ হাজার এবং মোট আক্রান্ত ১ কোটি ৯৮ লাখ মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply