করোনায় আর্থিক প্রণোদনা তহবিল আবারও বাড়ালেন ট্রাম্প

|

করোনায় আর্থিক প্রণোদনা তহবিল আবারও বাড়ালেন ট্রাম্প

করোনা মহামারির কারণে আর্থিক প্রণোদনা তহবিল আবারও বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে এক সপ্তাহ বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রে আবারও চালু হচ্ছে বেকারভাতা।

শনিবার এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এতে মহামারির কারণে কর্মহীন ব্যক্তিদের জন্য ৪শ’ ডলার করে সাপ্তাহিক ভাতা নির্ধারণ করা হয়। যদিও, এক সপ্তাহ আগেই ৩ কোটি মার্কিনীর জন্য সপ্তাহে ৬শ’ ডলার করে বেকারভাতা প্রদানে বিল পাস করেছিল মার্কিন কংগ্রেস।

হোয়াইট হাউজ এবং শীর্ষ ডেমোক্র্যাট আইনপ্রণেতারা এ বিষয়ে শেষ পর্যন্ত সমঝোতায় না পৌঁছানোয় কার্যকর হয়নি বিলটি।

রিপাবলিকানদের দাবি, বাড়তি বেকারভাতা কর্মহীন নাগরিকদের কাজে ফিরতে অনুৎসাহিত করবে। যদিও এ দাবি খারিজ করেছেন মার্কিন অর্থনীতিবিদরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply