আরএসএস-বিজেপির সাথে সম্পর্ক ছিন্ন করুন, মুসলিমদের প্রতি পশ্চিমবঙ্গ ইমামস অ্যাসোসিয়েশন

|

ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল আরএসএস ও বিজেপির সাথে সম্পর্ক ছিন্ন করতে ভারতীয় মুসলিমদের প্রতি আহ্বান জানায় বাংলার ইমামস অ্যাসোসিয়েশন।

শুক্রবার সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া এক বিবৃতিতে এমন আহ্বান জানান। সেখানে তিনি আরএসএস ও বিজেপির অবস্থানকে ইসলাম ও মুসলিম বিরোধী বলে উল্লেখ করেন।

ইয়াহিয়া বলেন, সম্প্রতি একটি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, যেখানে একসময় মসজিদ ছিল। সুতরাং, এটা স্পষ্ট যে বিজেপি ও আরএসএস মুসলিমদের বন্ধু নয়। একজন মুসলিম যদি ইসলামবিরোধীদের সঙ্গে থাকেন, তাহলে তিনি মুসলিম থাকবেন না। যেসব মুসলিমরা আরএসএস, বিজেপির সাথে সখ্যতা রাখছেন তারা নিজেদের অবস্থান নিয়ে ভাবুন। তাদের সিদ্ধান্ত নিতে হবে, তারা বিজেপি-আরএসএসের সঙ্গে থাকবেন নাকি নিজেদের ভুল শুধরোবেন। তাদের মনে রাখা দরকার, যে দিন আসবে, সেখানে তাঁদের পরিবারকে রেয়াত করা হবে না।

উল্লেখ্য, গত ৫ অগাস্ট ভারতের অযোধ্যায় বিতর্কিত রাম মন্দিরের ভূমি পূজা অনুষ্ঠিত হয়। সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস প্রধান মোহন ভাগবত উপস্তিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply