১০২ দিন পর নিউজিল্যান্ডে আবারও করোনার হানা

|

১০২ দিন পর নিউজিল্যান্ডে আবারও করোনার হানা

১০২ দিন পর আবারও করোনার সংক্রমণ শনাক্ত হলো নিউজিল্যান্ডে। বিস্তার রোধে বুধবার থেকে দেশটির সর্ববৃহৎ শহর অকল্যান্ডে কার্যকর হয়েছে তিনদিনের কারফিউ। মঙ্গলবার একই পরিবারের ৪ সদস্যের দেহে ভাইরাসটি শনাক্ত হয়। তাদের কেউই সম্প্রতি বিদেশ ভ্রমণ করেননি।

ফলে ধারণা করা হচ্ছে, স্থানীয়ভাবেই সংক্রমিত হয়েছেন তারা। সংক্রমণের উৎস খুঁজছে প্রশাসন। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, জনসমাবেশ নিষিদ্ধ, অফিস-আদালত আংশিক বন্ধসহ দেশজুড়ে শারীরিক দূরত্বের বেশ কিছু বিধিনিষেধ পুনর্বহাল হয়েছে। পার্লামেন্ট অধিবেশনও মূলতবি ঘোষণা করেছেন কিউই প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

এদিকে গেলো ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ দ্বিগুণ হয়েছে ফ্রান্সে। মঙ্গলবার ১৪শ’ সংক্রমণ শনাক্ত এবং ১৪ জনের মৃত্যুর পর, ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ কাস্টেক্স বলেন, ২ সপ্তাহ ধরে পরিস্থিতি অবনতির দিকে। জনসমাগম নিষিদ্ধের সময়সীমা ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে দেশটিতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply