করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পেরুতে আবার কারফিউ

|

পেরুতে নতুন করে রেকর্ড সংখ্যক লোকের করোনা সংক্রমণের কারণে দেশটির জনগণকে রোববার থেকে ঘরে অবস্থান এবং পারিবারিক অনুষ্ঠান বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বুধবার এ ঘোষণা দেয়। সরকার ১ জুলাই থেকে করোনাভাইরাস বিধিনিষেধ পর্যায়ক্রমে প্রত্যাহার করার পর থেকে নতুন সংক্রমণের সংখ্যা প্রতিদিন দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে।

পেরুতে স্বাস্থ্য বিষয় জরুরি অবস্থা ঘোষণার কয়েক সপ্তাহ পরে এপ্রিলে কারফিউ বলবৎ করা হয়েছিল। এর কয়েকমাস পর বিধিনিষেধ শিথিল করা হয়। এখন আবার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রোববার থেকে আগের মত কারফিউ কার্যকর হবে। হাসপাতাল কর্মীদের মত কেবল যাদের বিশেষ পাস থাকবে তারাই শুধু ঘর থেকে বের হবেন।

ব্রাজিল ও মেক্সিকোর পরে লাতিন আমেরিকায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ পেরু। দেশটিতে এ পর্যন্ত প্রায় ৫ লাখ লোক আক্রান্ত এবং ২১ হাজার ৫শ’ লোকের মৃত্যু হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply