শোক দিবসে পতাকা টাঙানোর নিয়ম শেখাতে টাঙ্গাইলে প্রশাসনের উদ্যোগ

|

জাতীয় শোক দিবসে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সঠিক পদ্ধতি শেখানোর উদ্যোগ নিয়েছে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন।

শুক্রবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম অন্য কর্মকর্তাদের নিয়ে শহরের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনসাধারণের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি করেন। হাতে-কলমে দেখান সঠিক নিয়ম।

সাইদুল ইসলাম বলেন, ওপর থেকে পতাকার প্রস্থের সমান নিচে বাঁধতে হবে। অর্থাৎ, পতাকার প্রস্থ ৪ ফুট হলে ওপর থেকে ৪ ফুট নিচে বাঁধতে হবে।

তিনি বলেন, এই মুজিববর্ষে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে যেন সবাই সঠিক নিয়মে পতাকা উত্তোলন করতে পারে, সে লক্ষ্যেই এ কার্যক্রম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply