কুমিল্লায় টাকার বিনিময়ে ভুয়া আসামির কারাবাস তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল

|

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে মূল আসামির পরিবর্তে অন্য এক ব্যক্তির কারাবাসের ঘটনায় গঠিত ৩ সদস্যের কমিটি প্রতিবেদন দাখিল করেছে।

রবিবার বিকেলে নির্ধারিত সময়ের শেষদিনে জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল ফজল মীরের কাছে এ প্রতিবেদনটি দাখিল করা হয়। কমিটির আহবায়ক ও কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম সরদার জানান, প্রতিবেদনে ঘটনার সাথে মুল আসামি ছাড়াও যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।

এছাড়া ঘটনার কারণ অনুসন্ধান, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিতকরণ ও এমন ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধে সুষ্পষ্ট মতামতসহ প্রতিটি আসামির ফিঙ্গারপ্রিন্ট সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ ও সকল তথ্য ডিজিটাল ডাটাবেজে অর্ন্তভূক্ত করাসহ পরবর্তী পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ৭টি সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ আগস্ট বিষয়টি তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করেন জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল ফজল মীর। পরে গত ১২ আগস্ট সরেজমিনে তদন্তে কারাগারে যান কমিটির সদস্যরা। তদন্ত কমিটি নির্ধারিত সময় ৩ কার্যদিবসের শেষদিনে এ প্রতিবেদনটি দাখিল করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply