করোনায় নির্বাচন পেছাল নিউজিল্যান্ড, অভিযোগ এড়াতেই এ সিদ্ধান্ত

|

করোনা মহামারির কারণে এবার নির্বাচন পিছিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। ১৯ সেপ্টেম্বরের পরিবর্তে নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। সোমবার এ সিদ্ধান্ত জানিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

বলেন, ভোটগ্রহণ পেছানোয় মহামারি পরিস্থিতিতে নতুন করে পরিকল্পনা সাজানোর সুযোগ পাবে নির্বাচন কমিশন। প্রচারণার জন্য বাড়তি সময় পাবে প্রার্থীরাও। তবে পরবর্তীতে আর পেছানোর সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আরডার্ন।

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে কড়াকড়ির কারণে স্বাভাবিক নির্বাচনী প্রচারণা চালাতে পারেননি নিউজিল্যান্ডের রাজনীতিকরা। এ কারণে আরডার্নের দল বাড়তি সুবিধা পাবেন বলে অভিযোগ বিরোধী ন্যাশনাল পার্টির। তাদের দাবির মুখেই মূলত ভোটগ্রহণ একমাসের জন্য স্থগিতের সিদ্ধান্ত সরকারের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply