দৈনিক সংক্রমণের তালিকায় শীর্ষে ভারত

|

ভারত করোনা শনাক্তের তালিকায় ৩ নম্বরে

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৯৪১ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেল। এই সময়ে নতুন করে প্রায় ৫৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যার ফলে দেশটিতে সংক্রমিতের সংখ্যা ২৬ লাখেরও বেশি। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

করোনা শনাক্তের সংখ্যা হিসাবে বিশ্বতালিকায় তিন নম্বরে থাকলেও গত কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণের বিচারে তালিকার শীর্ষে উঠে এসেছে ভারত। মোট সংক্রমণের হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরেই রয়েছে দেশটি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ৯৪১ জনের। এ নিয়ে দেশে মোট ৫০ হাজার ৯২১ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস।

এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গেছেন ২০ হাজার ৩৭ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত ৫ হাজার ৭৬৬ জন। দেশের রাজধানীতে সেই সংখ্যাটা ৪ হাজার ১৯৬ জন।

চতুর্থ স্থানে থাকা কর্নাটকে কোভিডের কারণে এখনও পর্যন্ত ৩ হাজার ৯৪৭ জনের মৃত্যু হয়েছে। গুজরাটে ২ হাজার ৭৮৫ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস।

এছড়া গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৫৮৪ জন। এখনও পর্যন্ত মোট ১৯ লাখ ১৯ হাজার ৮৪২ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply