পাঁচ মাসে দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

|

পাঁচ মাসে দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

করোনাভাইরাসে গোটা পৃথিবী যখন ধুঁকেছে সেই দিনগুলোতে ‘নিরাপদ’ থাকা দক্ষিণ কোরিয়ায় এখন সংক্রমণ বাড়ছে। কোরিয়া সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২৯৭ জন নতুন রোগী পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটির দেয়া হিসাব অনুযায়ী, মার্চের পর এই প্রথম একদিনে এত রোগী শনাক্ত হল। শনাক্তদের মধ্যে স্থানীয় ২৮৩ জন। এছাড়া দেশটিতে সব মিলিয়ে ১৬ হাজার ৫৮ জন করোনা রোগী পাওয়া গেল। এর মধ্যে প্রায় দেড় হাজার মানুষই শনাক্ত হয়েছেন গত সপ্তাহে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply