উত্তর কোরিয়ায় খাদ্য সংকট, পোষা কুকুর জব্দের নির্দেশ কিমের

|

করোনা মহামারি ও সাম্প্রতিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর কোরিয়ার অর্থনীতি। এতে দেশটিতে দেখা দিয়েছে তীব্র খাদ্যসংকট। এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় প্রেসিডেন্ট কিম জং উন দেশের বাসিন্দাদের বাড়িতে থাকা পোষা কুকুর জব্দের নির্দেশ দিয়েছেন। স্কাই নিউজ, দি ব্রাসেলস টাইমস।

গণমাধ্যমে জানা যায়, যেসব বাড়িতে পোষা কুকুর রয়েছে তা চিহ্নিত করেছে উত্তর কোরিয়া কর্তৃপক্ষ। এরপর জোরপূর্বক মালিকের কাছ থেকে তাদের কুকুরকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। জব্দকৃত কুকুর কিছু রাষ্ট্রীয় চিড়িয়াখানায় ও কিছু স্থানীয় রেস্টুরেন্টে বিক্রি করে দেয়া হচ্ছে।

জব্দ করার পর মালিকদেরকে একটি সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। যে সার্টিফিকেট দেখিয়ে মালিকরা আগামী ১০ অক্টোবর তেল এবং চাল সংগ্রহ করতে পারবেন।

তবে স্থানীয় গণমাধ্যম জানায়, এই নির্দেশের মাধ্যমে কিম এক পাথরে দুটি পাখি মেরেছেন। কেননা উত্তর কোরিয়ার অভিজাত শ্রেণীর মানুষরাই কুকুর পুষে থাকেন। কিম জং উন মনে করেন, বাড়িতে কুকুর লালন-পালন করা বুর্জোয়া আদর্শদের কলঙ্কিত ধারা। তাই খাদ্য সংকট মোকাবেলা ও বুর্জোয়া, পুঁজিপতিদের চিন্তাধারা দমনে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উত্তর কোরিয়ার ৬০ শতাংশ বাসিন্দাই ব্যাপক খাদ্য সংকটে রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply