গাজায় ইসরায়েলের বিমান হামলা অব্যাহত

|

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। গত আট দিন ধরে গাজায় আকাশ থেকে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল বাহিনী। খবর আলজাজিরার।

মঙ্গলবার মধ্যরাতে ইহুদিবাদী সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজা থেকে ইসরায়েল ভূখণ্ডে বেলুনে করে আগুনের গোলা পাঠানোর জবাবে হামলা চালানো হচ্ছে।

খবরে বলা হয়, যুদ্ধবিমান ও অন্যান্য বিমানের মাধ্যমে গাজা উপত্যকায় হামাসের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। হামলায় হামাসের বিশেষ একটি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে বলে দাবি ইহুদিবাদী সেনাদের।

হামাসের নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিমান ও ড্রোন হামাসের কাসেম ব্রিগেডের কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে। এসব হামলায় হামাসের সামরিক শাখাটির নিরাপত্তা অবস্থানের মারাত্মক ক্ষয়ক্ষতি ও বেশ কয়েকজন আহত হয়েছে। তবে কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সম্প্রতি আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্থাপনের চুক্তি হওয়ার পর থেকে ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরায়েলের তাণ্ডব বেড়েছে। এই চুক্তির বিরুদ্ধে ফিলিস্তিনিদের মনে নতুন করে ক্ষোভের সঞ্চার হয়েছে।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply