বিশ্ব একদিনে সাড়ে ৬ হাজার মৃত্যু, শনাক্ত আড়াই লাখ

|

করোনায় মৃত ৩৯ জন সম্পর্কে যা জানানো হয়েছে

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আবারও সাড়ে ৬ হাজারের কাছাকাছি মৃত্যু দেখলো বিশ্ব। ২ লাখ ৫৮ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে একদিনে।

কোভিড নাইনটিনে মোট প্রাণহানি ৭ লাখ ৯০ হাজার ছুঁইছুই। এ পর্যন্ত মোট আক্রান্ত ২ কোটি ২৫ লাখ ৫৬ হাজারের কাছাকাছি।

আবারও দিনের সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ১২শ’ ৯ জনের মৃত্যুতে দেশটির মোট প্রাণহানি ১ লাখ ৭৬ হাজার ছাড়িয়েছে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৪২ হাজার ৭শ’র বেশি। ব্রাজিলে একদিনে ভাইরাসে প্রাণ গেছে ১১শ’ ৭০ জনের।

প্রাণহানির তালিকায় এরপরই ভারত। ৯৮০ জনের মৃত্যুর পর দেশটির মোট প্রাণহানি ৫৪ হাজার। দৈনিক সংক্রমণের শীর্ষে দেশটি। ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৯ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মেক্সিকোয় ভাইরাসের শিকার হয়ে মৃত্যু হয়েছে ৭৫১ জনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply