সাগর উত্তাল, জোয়ারে পটুয়াখালী শহরসহ ৫০ গ্রাম প্লা‌বিত

|

পটুয়াখালী প্রতিনিধি
সাগর উত্তাল হওয়ায় জোয়া‌রের পা‌নি অস্বাভা‌বিকভা‌বে বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে পটুয়াখালীর সব নদ-নদী‌তে। ‌বি‌ভিন্ন বে‌ড়িবা‌ঁধ তলিয়ে পা‌নি প্রবেশ কর‌ছে লোকাল‌য়ে। পটুয়াখালী শহ‌রেও প্রবেশ ক‌রে‌ছে পানি।

গত দুই‌দিন ধ‌রে এ অবস্থা। ভাটায় পা‌নি নে‌মে গে‌লেও চরম দুর্ভো‌গের শিকার হ‌চ্ছে ভুক্ত‌ভো‌গিরা। দিন রাতে দুইবার জেলার অ‌ধিকাংশ মানুষ ক‌য়েক ঘণ্টা পা‌নিব‌ন্দি হয়ে পড়ছে। গত দুই‌দি‌নে পটুয়াখালী পৌর শহরসহ জেলার অন্তত ৫০ টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে জরুরি কা‌জে ঘর থে‌কে বের হ‌য়ে অ‌নে‌কেই আটকে প‌রে‌ছে বি‌ভিন্ন খেয়াঘাট, ফে‌রিঘাটসহ বি‌ভিন্ন স্থা‌নে।

এদি‌কে অস্বাভা‌বিক জোয়া‌রের তোড়ে সাগরকন‌্যা কুয়াকাটার বি‌ভিন্ন স্থান ভে‌ঙ্গে গে‌ছে। বড় বড় ঢেউয়ের কারণে ঝাউবাগানসহ লেবুরচর এলাকার অ‌নেক গাছ উপ‌ড়ে পর‌ছে। এছাড়া বৈ‌রি আবহাওয়া বিরাজ করায় অ‌ধিকাংশ মাছ ধরার ট্রলার ম‌হিপুর ও আলীপুর মৎস‌্যবন্দ‌রে নিরাপদ আশ্রয় নি‌য়ে‌ছে।

জেলার রাঙ্গাবালী উপ‌জেলার চর‌মোন্তাজ, চরআন্ডাসহ বি‌ভিন্ন নিম্নাঞ্চল জোয়া‌রের পা‌নি‌তে প্লা‌বিত হ‌য়ে‌ছে।

ফে‌রিচলাচল দীর্ঘক্ষণ বন্ধ র‌য়ে‌ছে গলা‌চিপার হ‌রি‌দেবপুর, ‌মির্জাগঞ্জ উপ‌জেলার পায়রাগঞ্জ, বাউফ‌লের বগা এবং দুমকী উপ‌জেলার লেবুখালী ফে‌রিঘাটে। এতে সড়ক পথে জেলার সাথে বি‌ভিন্ন উপ‌জেলা ও সারা দেশের যোগাযোগ বন্ধ ছিল ক‌য়েক ঘণ্টা ধ‌রে।

জেলার কলাপাড়া উপ‌জেলার লালুয়া, নিজামপুরসহ অ‌নেক গ্রাম প্লা‌বিত হ‌য়ে‌ছে। বি‌শেষ ক‌রে লালুয়া ইউ‌নিয়‌নের চা‌ড়িপাড়া এলাকার অবস্থা ঝুঁকিপূর্ণ।

পটুয়াখালী পৌরসভার নবাবপাড়া, জু‌বিলীস্কুল সড়ক, পুরাতন হাসপাতাল সড়ক, ম‌হিলা ক‌লেজ সড়ক, সি‌ভিল সার্জন অ‌ফিস, সড়ক ও জনপথ অ‌ফিস, নিউমা‌র্কেট পোস্ট অ‌ফিস সড়ক, শিমুলবাগসহ বি‌ভিন্ন সড়ক ও পাড়া মহল্লা হাটু সমান পা‌নি‌তে প্লা‌বিত হ‌ওয়ায় চরম দু‌র্ভো‌গ পোহা‌তে হ‌চ্ছে পৌরবাসী‌দের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply