শিক্ষার্থীদের টিফিনের টাকায় পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ

|

জয়পুরহাট:

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের টিফিনের জমানো টাকায় সারাদেশে এক লক্ষ গাছের চারা বিতরণ কর্মসূচির অংশ হিসাবে জয়পুরহাটে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি শুরু হয়েছে।

আজ দুপুরে লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে শহরের প্রধান সড়কের এসপি মোড়ে প্রধান অতিথি হিসাবে পথচারীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।

জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবদুল আলীমের সভাপতিত্বে আরও উপস্থিত থেকে চারা বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাজ্জাদ হোসেন, লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাওসার আহমেদ, সংগঠনের জয়পুরহাট কমিটির সভাপতি রাসেল আহম্মেদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরে এসপি মোড়ে প্রথম সশস্ত্র প্রতিরোধ ভাস্কর্য চত্ত্বরে আতা ফল ও বকুল ফুলের চারা রোপন করেন পুলিশ সুপার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply