প্রবল জোয়ারে পটুয়াখালী ও ঝালকাঠির বিভিন্ন স্থান প্লাবিত

|

প্রবল জোয়ারে পটুয়াখালী ও ঝালকাঠির বিভিন্ন স্থান প্লাবিত

প্রবল জোয়ারে গত দুইদিনে পটুয়াখালী ও ঝালকাঠির বিভিন্ন স্থানের নিচু এলাকা ও চরাঞ্চল প্লাবিত হয়েছে।

পটুয়াখালীর পৌর শহরসহ জেলার অন্তত ১০টি গ্রামে ঢুকে পড়ে জোয়ারের পানি। পৌরসভার নবাবপাড়া, শিমুলবাগসহ বিভিন্ন পাড়া-মহল্লায় হাঁটু সমান পানি জমে যাওয়ায়, চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

এদিকে ভাটায় পানি নেমে গেলেও চরম ভোগান্তিতে শহরের মানুষ। সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ঝালকাঠির শহরসহ রাজাপুরের বড়ইয়া, নিজামিয়া, কাঁঠালিয়া উপজেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। বসতঘরে পানি ঢুকে পড়ায় বিপাকে বাসিন্দারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply