প্রণব মুখার্জির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

|

করোনায় আক্রান্ত প্রণব মুখার্জী

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। বৃহস্পতিবার নয়াদিল্লির সেনা হাসপাতালে বিশেষজ্ঞরা জানান, তার সামান্য উন্নতি হলেও এখনও ভেন্টিলেটরেই রয়েছেন। তার ফুসফুসে সংক্রমণ তৈরি হয়েছে। তবে এ দিন প্রণব মুখার্জির অবস্থার সামান্য উন্নতি লক্ষ্য করা গেছে। ফুসফুসের সংক্রমণের চিকিৎসায় সাড়া মিলেছে।

নয়াদিল্লির সরকারি বাসভবনে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগার জেরে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকেই গভীর কোমায় আচ্ছন্ন তিনি। এদিনও হাসপাতালে এসেছিলেন প্রণবপুত্র অভিজিৎ মুখার্জি। ডাক্তারদের সঙ্গে বাইরে বসে কথা বললেও বাবাকে দেখতে আইসিইউয়ের ভেতরে তিনি যাননি। সংবাদ মাধ্যমের ফোনও ধরেননি।

নয়াদিল্লিতে ভারতীয় সেনার রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে গত দশ দিন ধরে চিকিৎসাধীন প্রণব মুখার্জি। তার স্বাস্থ্যের গতিপ্রকৃতি নিয়ে প্রতিদিনই মেডিকেল বুলেটিন প্রকাশ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ দিন ওই বুলেটিনে জানানো হয়েছে, তার স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলো স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল টিম সর্বক্ষণ তার পর্যবেক্ষণ করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply