বেলারুশে বিরোধী পরিষদের বিরুদ্ধে ক্ষমতা দখলের অভিযোগ

|

বেলারুশে বিরোধী পরিষদের বিরুদ্ধে ক্ষমতা দখলের অভিযোগ

বেলারুশে গণঅভ্যুত্থানের মধ্যেই বিরোধী পরিষদের বিরুদ্ধে ক্ষমতা দখলের অভিযোগ আনলো সরকারি কৌশুলিরা। একইসাথে ঠুকে দিয়েছে ফৌজদারি মামলা।

বৃহস্পতিবারের এ ঘোষণার কারণে বিচারের মুখোমুখি হতে পারেন সদ্য গঠিত পরিষদের সদস্যরা। যার মাঝে রয়েছেন, প্রভাবশালী বিরোধী রাজনীতিকরা, শিল্পপতিরা এবং নোবেলজয়ী ঔপন্যাসিক শেৎলানা অ্যালেক্সাইভিচ। এছাড়া, আটককৃত বন্দিদেরও বাড়তে পারে শাস্তির মেয়াদ।

বুধবার এ পরিষদ থেকেই আসে নতুনভাবে নির্বাচন এবং প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগের দাবি। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও গণঅভ্যুত্থানে উত্তাল গোটা দেশ।

অবশ্য পাল্টা বিক্ষোভ-প্রতিবাদ জানাচ্ছে প্রেসিডেন্টের সমর্থকদলও। এরই মধ্যে, মধ্যস্থতার প্রস্তাব দিলো রাশিয়া ও ফ্রান্স।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply