স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনলাইন চিত্র প্রদর্শনী ‘কোভিড ডায়েরিজ’ আয়োজন

|

করোনা মহামারি যেমন সারা পৃথিবীকে স্তব্ধ করে রেখেছে, তেমনি কোণঠাসা করে রেখেছে শিক্ষার্থীদের।
করোনার সময় কীভাবে পার করছেন শিক্ষার্থীরা সেটি তুলে ধরতে বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থীদের তোলা ছবি ও আর্ট ওয়ার্ক নিয়ে ব্যতিক্রমী ‘অনলাইন আলোকচিত্র প্রদর্শনী’ আয়োজন করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সংগঠন ‘জেআরএন ভিজুয়ালস’।

২১ আগস্ট (শুক্রবার) রাত ১২টা ১ মিনিটে অনলাইন আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধন করা হয়।
এই প্রদর্শনী চলবে ২৭ আগস্ট পর্যন্ত।

https://artspaces.kunstmatrix.com/en/exhibition/2142041/covid-diaries?fbclid=IwAR1ggSvdVIUUqPGq2kNS7ECjWbkQg9C5n1W83BekmORv5_aX7oJgoNtEMv0এই ঠিকানা থেকে যেকেউ বিনামূল্যে প্রদর্শনীটি উপভোগ করতে পারবে।

এর আগে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছে ছবি ও আর্ট ওয়ার্ক আহ্বান করা হয়। তাদের তোলা ও আঁকা শতাধিক ছবি থেকে বাছাইকৃত ৩০টি ছবি ও একটি ফটোস্টোরি প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply