ইরানের ১৩ শীর্ষ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

|

ইরানের ১৩ শীর্ষ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা আরোপ করলো। শুক্রবার, বিষয়টি নিশ্চিত করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

অভিযোগ, ১৯৯০ সালে ইরানের প্রভাবশালী বিরোধী নেতা কাজেম রাজেভি হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত ছিলেন। সুইজারল্যান্ডে হত্যা করা হয় ঐ রাজনীতিককে। অভিযুক্তদের নাম প্রকাশ না করলেও, বিবৃতিতে বলা হয়- খুব শিগগিরই তালিকায় যুক্ত হচ্ছেন ১৪তম ব্যক্তি।

এদিকে, জাতিসংঘ বরাবর ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন করে যুক্তরাষ্ট্র। যার ঘোর বিরোধীতা করে নিরাপত্তা পরিষদের ১৩ সদস্য। জানায়, মার্কিন পদক্ষেপে নেই দেশগুলোর সম্মতি।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া আদেভর বলেন, ঐতিহাসিক পরমাণু চুক্তির পরও, ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রচেষ্টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু, ফ্রান্স-ব্রিটেন ও জার্মানি নিরাপত্তা পরিষদ বরাবর অসম্মতিপত্র পাঠিয়েছে। দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের দাবি, যুক্তরাষ্ট্র জাতিসংঘের নীতিমালা লঙ্ঘন করে ২০১৫ সালের চুক্তি থেকে নাম প্রত্যাহার করেছে। সুতরাং, এ বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার হারিয়েছে দেশটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply