ফাইনালে হার, প্যারিসে পুলিশের সঙ্গে পিএসজি সমর্থকদের সংঘর্ষ

|

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের হতাশা থেকেই প্যারিসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে পিএসজি সমর্থকরা। এ সময় রাস্তায় আগুন নিক্ষেপ করে তারা।

নিজেদের ক্লাব পিএসজি ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে। তাই ক্লাবটির সমর্থকদের প্রত্যাশা ছিলো শিরোপা জিতেই ঘরে ফিরবেন তারা। তবে বায়ার্নের সঙ্গে ১-০ গোলের হারের পর হতাশা জেঁকে ধরে প্যারিসিয়ান সমর্থকদের।

এ সময় তারা প্যারিসের রাস্তায় ভাঙচুর চালাতে গেলে পুলিশ বাধা দেয়, টিয়ার গ্যাস ছুঁড়ে ও লাঠিচার্জ করে। এসময় বেশ কয়েকজনকে আটক করা হয়। এর আগে ফাইনালকে সামনে রেখে পুরো প্যারিস শহরে মোতায়েন করা হয় ৩ হাজারের বেশি দাঙ্গা পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply