মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে নির্যাতন, আদালতের স্বপ্রণোদিত মামলা

|

চকরিয়ায় গরু চুরির অভিযোগে মা ও মেয়েকে রশি দিয়ে বেঁধে প্রকাশ্যে নির্যাতনের ঘটনায় স্বপ্রণোদিত হয়ে মামলা নিয়েছে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মামলাটি চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

একই ঘটনায় কক্সবাজার জেলা প্রশাসক ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকেও আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা প্রশাসনের কমিটিতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়কে প্রধান করা হয়েছে।

এদিকে, গতকাল দুপুরে ঘটনাস্থল পরির্দশন করেছেন উপজেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচিত এ ঘটনায় প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম মুঠোফোন বন্ধ করে আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

মা-মেয়েসহ ৫ জন চুরির মামলায় রয়েছেন কারাগারে। আর আসামিদের আইনী সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply