গরু চুরির মামলায় গ্রেফতার হওয়া সেই মা-মেয়ের জামিন

|

কক্সবাজারের চকরিয়ায় গরু চুরির মামলায় গ্রেফতারকৃত মা ও দুই মেয়েকে জামিন দিয়েছেন আদালত।তবে, ছেলেসহ অপর দু’জনকে জামিন দেয়া হয়নি। দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এদিকে, রশি দিয়ে বেঁধে প্রকাশ্যে নির্যাতনের ঘটনায় স্বপ্রণোদিত হয়ে মামলা নিয়েছেন আদালত। মামলাটি চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। একই ঘটনায় কক্সবাজার জেলা প্রশাসক ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকেও আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। তারা কাজ শুরু করেছে এরইমধ্যে।

আলোচিত এ ঘটনায় প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম মুঠোফোন বন্ধ করে আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা। আসামিদের সব ধরণের আইনী সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply