সমালোচনা সত্ত্বেও সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে অনড় ব্রিটেন

|

করোনা মহামারির মধ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার স্বার্থে কঠোর সমালোচনা সত্ত্বেও সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্তে অনড় ব্রিটেন।

ইংল্যান্ডের মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস হুইটি বলেন, প্রথমত: দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে না যেতে পেরে শিশুরা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে। তার ওপর, গৃহবন্দি জীবন তাদের দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে তুলছে। যা হয়তো খালি চোখে উপলব্ধি করা যাচ্ছে না। কিন্তু, সমস্যাটি কোভিড নাইনটিন থেকেও ভয়াবহ। কারণ, কাজের স্বার্থে অভিভাবকরা বাইরে যাচ্ছেন, তারাই বহন করে আনছেন ভাইরাসটি। এরসাথে, শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা খুব কম।

এদিকে দেশটির প্রশাসনের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে করোনা সংক্রমণের হারা আরও বেড়ে যাবে। এতে মারাত্মক ঝুকিতে পরবে শিশুরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply