চকরিয়ায় নির্মাণাধীন রেল লাইনের গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

|

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় রেল লাইন নির্মাণ কাজের সৃষ্ট গর্তের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রওশন আলী সিকদারপাড়ায় ঘটেছে মর্মান্তিক এ ঘটনা।

পানিতে ডুবে মারা যাওয়া শিশুরা হলো, ওই এলাকার নুরুল আমিনের ছেলে ইমাম হোসেন (৬) ও মো. মানিকের ছেলে আবদুর রহমান (৮)।

চকরিয়ার পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুই শিশু আপন চাচাতো-জেঠাতো ভাই। তারা পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পার্শ্ববর্তী নির্মাণাধীন রেল লাইনের জন্য উত্তোলিত মাটির গর্তে খেলা করতে যায়। চলতি বর্ষামৌসুমে কয়েকদিনের ভারী বর্ষণের ফলে দুই অবুঝ শিশু গর্তের পানিতে ডুবে মারা যায়। তারা দুইজনকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করলে পানিতে ভাসমান অবস্থায় লাশ পায় আত্মীয় স্বজনরা। তারা শিশুদের পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা নিয়েছেন বলে জানান।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, দুই শিশু রেললাইনের গর্তের পানিতে ডুবে মারা গেছে শুনেছি। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত করণীয় নির্ধারণ করা হবে।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply