সেপ্টেম্বর থেকে ঢাকা উত্তর সিটিতে কর প্রদানের পরিধি বৃদ্ধিতে অভিযান

|

সেপ্টেম্বর থেকে ঢাকা উত্তর সিটিতে কর প্রদানের পরিধি বৃদ্ধিতে অভিযান

আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা উত্তর সিটিতে পরীক্ষামূলকভাবে কর প্রদানের পরিধি বাড়াতে অভিযান চালাবে ডিএনসিসি। প্রাথমিকভাবে উত্তর সিটির অঞ্চল ২ ও ৫-এ, অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বছরব্যাপি ১ লাখ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র একথা জানান। ঢাকাকে সবুজায়নের মহাপরিকল্পনা গ্রহণ করেছে উত্তর সিটি করপোরেশন। যারা ছাদবাগান করবে তাদের ঢাকা উত্তর সিটি থেকে ১০ শতাংশ কর মওকুফ করার ঘোষণাও দেন তিনি।

তিনি আরও বলেন, ১ অক্টোবর থেকে ডিশের তার সরানোর কাজও শুরু করা হবে। মেয়র জানান, মহাখালী ডিএনসিসি মার্কেটটিকে স্থায়ীভাবে হাসপাতালে রূপান্তরিত করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply