পুরনো রূপে ফিরল হোয়াটসঅ্যাপ

|

অল্প কিছুদিন আগেই ফেসবুক মালিকানাধীন ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনের চ্যাট শেয়ার শিটে যুক্ত হয়েছিল ফেসবুক ম্যাসেঞ্জার রুম শর্টকাট। তবে নতুন ফিচার যুক্ত করার পর হোয়াটসঅ্যাপের ক্যামেরা শর্টকাট সরিয়ে দেয়া হয়েছিল। এ পরিবর্তনে ব্যবহারকারীর একাংশ বেশ বিরক্ত হয়েছে বলে এবার ব্যবহারকারীর সন্তুষ্টির জন্য সমাধান নিয়ে এসেছে ফেসবুকের মালিকানাধীন মেসেজিং অ্যাপটি।

লেটেস্ট অ্যান্ড্রয়েড বেটা আপডেটে চ্যাট শেয়ার শিটে ফিরে এসেছে পুরনো ক্যামেরা শর্টকাট। ফলে আগের মতোই নিজেদের ফটো গ্যালারি একসেস করতে পারবেন ব্যবহারকারীরা।

ওয়াবেটা ইনফো জানিয়েছে, লেটেস্ট ‘v2.20.198.9’ আপডেটে বিটা ইউজাররা ক্যামেরা শর্টকাটটির পাশাপাশি কিছু রিফ্রেশ আইকন দেখতে পাবেন। এ আপডেটটি গুগল প্লে-স্টোর থেকে পর্যায়ক্রমে রোল আউট করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply