নাইজারে বন্যায় কমপক্ষে ৪৫ জনের মৃত্যু

|

পশ্চিম আফ্রিকার দেশ-নাইজারে বন্যায় প্রাণ হারালেন কমপক্ষে ৪৫ জন। গেলো সপ্তাহ থেকে শুরু হওয়া প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন দু’লাখ ২৬ হাজারের বেশি মানুষ।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজধানী এবং পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলো। মাটির তৈরি বহু ঘরবাড়ি, ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ২৪টি মসজিদ বানের পানিতে ভেসে গেছে। বিপুল পরিমাণ ফসলি জমিও ডুবে গেছে বন্যায়।

এরইমধ্য, প্রধানমন্ত্রী বিপর্যস্ত এলাকাগুলো পরিদর্শন করে সহায়তার আশ্বাস দিয়েছেন। গেলো বছরও বন্যায় দেশটিতে প্রাণ হারিয়েছেন ৫৭ জন; গৃহহীন হয়ে পড়েন এক লাখ ৩২ হাজারের বেশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply