ভারতে প্রধান বিচারপতির সমালোচনা এবং আদালত অবমাননায় প্রশান্ত ভূষণের ১ রূপি অর্থদণ্ড

|

ভারতের প্রধান বিচারপতির সমালোচনা এবং আদালত অবমাননা মামলায় দোষী সাব্যস্ত, আলোচিত আইনজীবি প্রশান্ত ভূষণকে ১ রূপি প্রতীকি অর্থদণ্ড করলেন সর্বোচ্চ আদালত।

অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। অথবা ৩ বছরের জন্য পেশাগত চর্চা থেকে নিষিদ্ধ করা হবে তাকে।

সোমবার বিচারপতি অরুণ মিশ্র’র বেঞ্চ এই রায় দেন। গেল ২৭ ও ২৯ জুনের দুটি টুইটে প্রধান বিচারপতি এস এ বোবদেকে কড়া ভাষায় সমালোচনা করেন প্রশান্ত ভূষণ। নাগরপুরের এক বিজেপি নেতার হার্লে ডেভিডসন মোটরসাইকেলে চড়ে ছবি তোলায় সমালোচনা করেন তিনি। অভিযোগ তোলেন, রাজনৈতিক পক্ষপাতিত্বের। করোনা সংকটের মধ্যে, দামী বাইক নিয়ে ছবি তোলায় ভারতীয় বিচারবিভাগ এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের অভিযোগ আনা হয় বিচারপতিদের বিরুদ্ধে।

এ ঘটনায় প্রশান্ত ভূষণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। রায়ে তাকে দোষী সাব্যস্ত করা হলেও ক্ষমা প্রার্থনা বা জরিমানা পরিশোধে অস্বীকৃতি জানান প্রশান্ত ভূষণ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply