বিনা অপরাধে ২০ বছর কারাগারে কাটিয়ে মুক্ত জাহিদ

|

বিনা অপরাধে ২০ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন খুলনার রূপসা উপজেলার নারিকেলি চাঁদপুর গ্রামের জাহিদ শেখ।

সোমবার সন্ধ্যায় খুলনা কারাগার থেকে ছাড়া পান তিনি। স্ত্রী ও দেড় বছরের শিশু কন্যাকে হত্যার দায়ে ২০০০ সালের ২৫ জুন মৃত্যুদণ্ড দেয়া হয় জাহিদকে।

আইনজীবীরা জানান, ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি তার স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জাহিদকে আসামি করে মামলা হয়। পরে তাকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত জাহিদকে মৃত্যুদণ্ড দেন।

রায়ের বিরুদ্ধে ওই বছরই উচ্চ আদালতে আপিল করেন তিনি। চলতি মাসের ২৫ আগস্ট উচ্চ আদালতের রায়ে খালাস পান জাহিদ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply