নতুন কোচের অধীনে বার্সার অনুশীলন, যোগ দেননি মেসি

|

নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে অনুশীলন শুরু করেছে বার্সেলোনা। তবে অনুশীলনে যোগ দেননি বার্সা ছাড়তে বদ্ধপরিকর লিওনেল মেসি।

১৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে স্প্যানিশ লিগের নতুন মৌসুম। রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা হারানো বার্সেলোনা আবারও শ্রেষ্ঠত্বের মসনদে বসার লক্ষ্য নিয়ে নতুন কোচ কোম্যানের অধীনে অনুশীলন শুরু করেছে সোমবার। তবে এই সবকিছু ছাপিয়ে আলোচনায় লিওনেল মেসি।

আগাম ঘোষণা দিয়েই বার্সার অনুশীলন বর্জন করেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। মেসির সাথে দ্বন্দ্ব জড়ানো ক্লাব সভাপতি বার্তোমেউও ছাড় দিতে নাজার। মেসির করোনা টেস্ট না দেয়া আর অনুশীলন বর্জনে তার বেতন কাটছে কর্তৃপক্ষ। স্প্যানিশ গণমাধ্যমের মতে প্রতিদিন এলএম টেনের ১ লাখ ১০ হাজার ইউরো বেতন কাটছে বার্সা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply