প্রধান বিদ্রোহী জোটের সাথে ঐতিহাসিক চুক্তি সুদান সরকারের

|

১৭ বছরের সংঘাত নিরসনে সুদানে প্রধান বিদ্রোহী জোটের সাথে ঐতিহাসিক চুক্তি হয়েছে সরকারের। এর মধ্য দিয়ে বহুবছরের গৃহযুদ্ধের অবসান হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেশী দক্ষিণ সুদানের রাজধানী জুবায় সোমবার অনুষ্ঠিত হয় চুক্তি স্বাক্ষর। চুক্তিতে সই করেন বর্তমান প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদাক। ক্ষমতা বণ্টন, ক্ষতিপূরণসহ বিরোধপূর্ণ বিভিন্ন বিষয়ের উল্লেখ রয়েছে চুক্তিতে। তবে দু’টি গুরুত্বপূর্ণ বিদ্রোহী গোষ্ঠী অংশ নেয়নি এ অনুষ্ঠানে। তাই সমস্যা পুরোপুরি সমাধান হয়েছে, এমনটি নিশ্চিত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত বছর থেকেই দু’পক্ষের সমঝোতায় মধ্যস্থতা করছে দক্ষিণ সুদান। শান্তিচুক্তির পর উচ্ছ্বাস প্রকাশ করে জনগণ। দীর্ঘ ১৭ বছর ধরেই বিভিন্ন গোষ্ঠীর সংঘর্ষে অস্থিতিশীল সুদান। যার জেরে সরকার পতন হয়েছে দফায় দফায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply