ফেনীতে কবরস্থান গুড়িয়ে স্থাপনা নির্মাণ!

|

ফেনীতে কবরস্থানের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। ইচ্ছেমতো দেয়াল তুলতে গুড়িয়ে দেয়া হচ্ছে কিছুদিন আগে দাফন হওয়া কবরও। স্বজনের স্মৃতিচিহ্ন হারিয়ে অনেকেই এর প্রতিবাদ করেছেন। এতে উল্টো হামলা-হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়রা জানান, প্রায় ৪০০ বছর আগে ছাড়াইতকান্দি গ্রামের জমিদার দৌলত চৌধুরী এলাকাবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে ৯ একর জমিতে একটি দিঘী খনন করেন। এর চারপাশে করা হয় স্থানীয়দের জন্য কবরস্থান। বংশানুক্রমে আশপাশের গ্রামের মানুষজন এই কবরস্থানে দাফন করে আসছেন স্বজনদের।

সম্প্রতি, চৌধুরী পরিবারের ওয়ারিশ থেকে সুলাখালী গ্রামের ছালেহ আহমদ ও সুজাপুর গ্রামের জাহেদ হোসেন জলাশয়ে মাছ চাষের জন্য পাঁচ বছরের জন্য ইজারা নেন। পাশে কিছু জমিও কেনেন। এরপর থেকেই স্থানীয় কিছু লোকজন দিয়ে তারা কবরস্থানের জায়গা দখল করতে থাকেন বলে অভিযোগ উঠেছে।

যদিও দখলের কথা অস্বীকার করছেন অভিযুক্তরা। দাবি করা হচ্ছে, কবরস্থান রক্ষার স্বার্থেই সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে।

তবে সরাসরি বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি জানান, সহকারী ভূমি কমিশনারের মাধ্যমে কবরস্থানের আশপাশে সব ধরণের স্থাপনা নির্মাণ বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।

আর পুলিশ বলছে, বিষয়টি সমাধানের জন্য দুই পক্ষকে থানায় ডেকেছেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply