অস্ট্রেলিয়ার অর্থনীতি ৩০ বছরের মধ্যে ভয়াবহ মন্দার কবলে

|

অস্ট্রেলিয়ার অর্থনীতি ৩০ বছরের মধ্যে ভয়াবহ মন্দার কবলে

৩০ বছরের মধ্যে ভয়াবহ মন্দার কবলে অস্ট্রেলিয়ার অর্থনীতি। করোনা মহামারি ও লকডাউনের প্রভাবে, বছরের প্রথম তিন মাসের তুলনায় পরের তিন মাসে দেশটির প্রবৃদ্ধি ছিল সাত শতাংশ কম।

এপ্রিল থেকে জুন তিন মাসে প্রবৃদ্ধির এই সংকোচন, ১৯৫৯ সালের পর সর্বোচ্চ। মহামারির মধ্যে, সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের প্রণোদনা সত্ত্বেও বন্ধ ছিল বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। ভয়াবহ দাবানলের কারণে জানুয়ারি থেকে মার্চেও প্রবৃদ্ধি ঋণাত্মক ছিল; তবে সেসময় সংকোচনের হার ছিল মাত্র শূণ্য দশমিক তিন শতাংশ। গৃহস্থালী নিত্যপণ্য ও সেবাগ্রহণ কমে যাওয়ায়, ৬১ বছরের মধ্যে সর্বনিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখছে বিশ্ব।

বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে একমাত্র অস্ট্রেলিয়াই ২০০৮ সালে বৈশ্বিক মন্দার প্রভাব এড়াতে পেরেছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply