মোদির পোস্টে লাইক থেকে ডিসলাইক বেশি

|

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগতই কমছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাইকের সংখ্যা। সম্প্রতি দেশের অর্থনৈতিক সংকট ও করোনার মধ্যেই ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নেয়ায় তা আরো বেড়েছে। খবর ডয়েচে ভেলে’র।

গত রোববার প্রচারিত মোদির নিয়মিত অনুষ্ঠান ‘মন কি বাত’ ইউটিউবে দেয়া হলে তাকে লাইকের চেয়ে ডিসলাইক পরে বেশি। বিজেপি-র ইউটিউব চ্যানেলে ৬৮তম ‘মন কি বাতে’ এক লাখ ২০ হাজার লাইক আর সাত লাখ ৪০ হাজার ডিসলাইক পড়ল। একই ঘটনা ঘটল ইউটিউবের অন্য সরকারি চ্যানেলেও। পিএমও-র চ্যানেলে দেখা যাচ্ছে, ৮২ হাজার লাইক এবং এক লাখ ৭০ হাজার ডিসলাইক।

দেশটির সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট জানাচ্ছে, বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালবীয় দাবি করেছেন, মাত্র ২ শতাংশ ডিসলাইক ভারত থেকে হয়েছে। বাকিগুলো বিদেশ থেকে।

বিজেপির মুখপাত্র বিজয় শোনকরের মত হলো, এটা কংগ্রেসের কাজ।

তবে কংগ্রেস বলছে, এটাই প্রত্যাশিত। যে কোনো সমস্যা হলেই তার দায় কংগ্রেস বা জওহরলাল নেহরুর ঘাড়ে চাপিয়ে দেয়াটা বিজেপির কৌশল।

প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি নিয়ম করে ‘মন কি বাত’ বলেন। সেটা বিজেপি তাদের ইউটিউব চ্যানেলে প্রচার করে।

এই ধরনের ঘটনা এবারই নতুন। এরআগে, মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সবসময়ই তার লাইকের সংখ্যা অনেক বেশি থাকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply