দলে ফিরেই অধিনায়কত্ব পাবেন সাকিব?

|

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

দেশে ফিরে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সব ঠিকঠাক থাকলে শ্রীলঙ্কা সফরের দলে দেখা যাবে তাকে। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই কি দলের নেতৃত্ব ফিরে পাবেন সাকিব? সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তের কথা জানায়নি ক্রিকেট বোর্ড। তবে তার ক্রিকেটে ফেরা নিয়ে আইসিসির গাইডলাইন অনুযায়ী চলবে বিসিবি।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অধিনায়কত্বের বিষয়ে আমরা সিদ্ধান্ত নেই না। এটি বোর্ডের এখতিয়ার। বোর্ড সিদ্ধান্ত নেবে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, যথাসময়ে এগুলো স্পষ্ট হবে। তবে সাকিবের বিষয়ে আমরা আইসিসির গাইডলাইন মেনেই চলবো। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সচেতন থাকতে হবে।

জানা গেছে, সাকিবের বিষয়ে এখনই মুখ খুলতে চায় না কেউ। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে চায় বোর্ড। তবে, শ্রীলঙ্কা সফরেই যে সাকিব দলে ফিরছেন এটি মোটামুটি নিশ্চিত। তখনই তাকে অধিনায়কত্ব ফিরিয়ে দেয়া হবে নাকি আরও অপেক্ষা করা হবে সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তে যেতে নারাজ বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

এদিকে, সব কিছু ঠিক থাকলে ৬ সেপ্টেম্বর ঢাকায় আসবেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক। ২৮ জনের প্রাথমিক স্কোয়াড নিয়ে ক্যাম্প শুরু করলেও শ্রীলঙ্কা সফরের স্কোয়াড হতে পারে ২২ জনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply