নাভালনি’র শরীরে বিষপ্রয়োগের প্রমাণ, পুতিনের কাছে জবাব চান মার্কেল

|

রাশিয়ার প্রধান বিরোধী দলীয় নেতা অ্যালেক্সাই নাভালনি’র শরীরে ‘নোভিচক’ জাতীয় বিষপ্রয়োগের প্রমাণ পেয়েছেন জার্মান চিকিৎসকরা। বর্তমানে দেশটির শীর্ষ হাসপাতালে তিনি কোমায় রয়েছেন।

বুধবার জার্মান চ্যান্সেলর পরীক্ষার ফলাফল গণমাধ্যমের সামনে তুলে ধরেন। জানান, সামরিক ল্যাবরোটারিতে হয়েছে ‘টক্সি-কো-লজিক্যাল টেস্ট’। যাতে স্পষ্ট সোভিয়েত যুগের নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে এ রাজনীতিকের শরীরে। হত্যাচেষ্টা আখ্যা দিয়ে পুতিন প্রশাসনের কাছে উপযুক্ত জবাব চান মার্কেল।

ব্রিটিশ প্রধানমন্ত্রীও একে ভয়াবহ ঘটনা চিহ্নিত করেছেন। বিরোধী নেতার হত্যাচেষ্টাকে ‘নিন্দনীয়’ আখ্যা দিয়েছে হোয়াইট হাউস।

২০ আগস্ট মস্কো ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন কট্টর পুতিন সমালোচক। সাইবেরিয়াতে চিকিৎসা শুরু হলেও; পরিবার ও সমর্থকদের চাপে তাকে জার্মানি নেয়ার অনুমতি দেয় সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply