বার্ন ইনস্টিটিউটে ভর্তি মসজিদে বিস্ফোরণে আহতদের কারও অবস্থাই আশঙ্কামুক্ত নয়

|

একের পর এক মৃত্যুর খবরে বার্ন ইনষ্টিটিউটজুড়ে শোকের মাতম। স্বজনদের হাহাকার-আহাজারিতে ভারি হয়ে ওঠে বাতাস। হঠাৎ মৃত্যুর খবর জানতে পেরে দিশেহারা বাবা-মা, আত্মীয়- স্বজন।

বার্ন ইনস্টিটিউটে এখনও যারা মৃত্যুর সাথে লড়ছেন, তাদের কারও অবস্থাই আশঙ্কামুক্ত নয়। প্রত্যেকেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান, ডাক্তার সামন্ত লাল সেন।

যে মুয়াজ্জিনের সুরেলা কন্ঠে আযানের সুর ভেসে আসতো, সেই মুয়াজ্জিন ও তার ছেলের মৃত্যুর খবরে ছুটে আসেন দূরের স্বজন। পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু- পিতার কাঁধে সন্তানের মরদেহ। দুই সন্তানের নিথর দেহ বইবার ভারে বাকরুদ্ধ বৃদ্ধ পিতা, কেউবা অস্থির উন্মাদ।

ইনষ্টিটিউটের উপদেষ্টা সামন্ত লাল সেন জানান, মর্মান্তিক ঘটনায় সবার সর্বোচ্চ সেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

দগ্ধদের খোঁজ নিতে এসে প্রশাসনের কর্তারা জানান, ঘটনা তদন্তে কাজ করছে ৫ সদস্যের কমিটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply