কীভাবে ভ্যাকসিন পাবে বাংলাদেশ?(ভিডিও)

|

করোনা ভ্যাকসিন 'স্পুটনিক ভি'র উৎপাদন শুরু রাশিয়ায়

যে করোনার ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হবে, তা পাবে বাংলাদেশ। এমন দাবি করে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে; এমনকি টাকা দিয়েও ভ্যাকসিন কিনতে প্রস্তুত সরকার।

চীন-ভারতের পাশাপাশি রাশিয়ার সাথেও যোগাযোগ এগিয়েছে অনেকটা। বাংলাদেশে রাশিয়া উৎপাদনও করতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

আশার কথা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ভ্যাকসিন অ্যালায়েন্স যে ৯০ টি দেশের তালিকা করেছে, তাতে শুরুর দিকেই আছে বাংলাদেশ।

একদিকে চীনের সিনোভ্যাকের টিকার ট্রায়াল অনুমোদন, অন্যদিকে অক্সফোর্ডের টিকা পেতে ভারতের সাথে বেক্সিমকো ফার্মার চুক্তি- চীন ও ভারতের সাথে ভারসাম্যপূর্ণ ভ্যাকসিন কূটনীতি করার প্রচেষ্টা বাংলাদেশের। আবার রাশিয়ার সাথে ভ্যাকসিন যোগাযোগ অনেকদূর এগিয়েছে সরকার।

বিশ্লেষকরা বলছেন, ভ্যাকসিন কূটনীতিতে সঠিক পথে আছে দেশ। ভ্যাকসিন পেলে চলমান তৎপরতা অব্যাহত রাখারও তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply