অ্যাসাঞ্জকে ছাড়াই হতে পারে যুক্তরাষ্ট্রে হস্তান্তর মামলার শুনানি

|

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর মামলার শুনানি তার উপস্থিতি ছাড়াই হতে পারে। মঙ্গলবার শুনানির দ্বিতীয় দিনে অ্যাসাঞ্জের উপস্থিতিতেই এমন হুঁশিয়ারি দেন লন্ডনের ওল্ড বেইলি আদালতের বিচারক।

বিরোধী পক্ষের যুক্তি উপস্থাপন চলাকালীন চিৎকার করে আদালতের শিষ্টাচার লঙ্ঘন করায়, অ্যাসাঞ্জকে সতর্ক করেন বিচারক।

যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি এবং সরকারের কম্পিউটার হ্যাক করে গোপন নথিপত্র ফাঁস করার অভিযোগ রয়েছে, নির্বাসিত অ্যাসাঞ্জের বিরুদ্ধে। ২০১০-১১ সালের এ ঘটনায় বিচারের জন্য, তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরে লন্ডনে শুনানি শুরু হয় গেলো ফেব্রুয়ারিতে। করোনা মহামারির কারণে শুনানি স্থগিত ছিল প্রায় সাত মাস; যা আবারও শুরু হয় সোমবার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply