সিনহা হত্যা মামলা: গণমাধ্যমে তথ্য প্রকাশ না করতে রিট

|

সিনহা

কক্সবাজারের পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ হত্যা মামলা সম্পর্কে তদন্তকারী কর্তৃপক্ষ যাতে গণমাধ্যমে কোনো তথ্য প্রকাশ না করে, সে বিষয়ে নির্দেশনা চেয়ে রিট হয়েছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের যাতে গণমাধ্যমের সামনে উপস্থিত না করা হয়, সে বিষয়েও রিটে নির্দেশনা চাওয়া হয়েছে। সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ মডেল থানার সাময়িক বরখাস্তকৃত এসআই নন্দলাল রক্ষিতের ভাই দেব দুলাল রক্ষিত রিটটি করেন।

বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ১৩ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য আছে।

রিটে আবেদনে কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন এই মামলার তদন্ত ও ঘটনা সম্পর্কিত তথ্য গণমাধ্যমে প্রকাশ কেনো আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এই বিষয়ে রুল চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, তথ্যসচিবসহ চারজনকে রিটে বিবাদী করা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply