আগস্টে পুঁজিবাজার রিটার্নে সবার ওপরে বাংলাদেশ

|

আগস্টে পুঁজিবাজার রিটার্নে সবার ওপরে রয়েছে বাংলাদেশ। এ সময়ে, ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্সে ১৫ দশমিক ৮ শতাংশ রিটার্ন এসেছে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এশিয়া ফ্রন্টিয়ার ক্যাপিটাল এএফসি এই তথ্য জানিয়েছে।

নিম্ন সুদহার, রফতানি ও রেমিট্যান্সে ঊর্ধ্বমুখিতার পাশাপাশি অর্থনৈতিক কার্যক্রম পুনরায় চালু হওয়ায়, পুঁজিবাজারে গতি ফিরে এসেছে। এশিয়ার ফ্রন্টিয়ার মার্কেটে ভারতের পিই রেশিও সবচেয়ে বেশি ২৩ দশমিক ৯; যেখানে বাংলাদেশ ১১ দশমিক ৮। পিই রেশিও যত কম থাকে তা বিনিয়োগের জন্য তত বেশি আকর্ষণীয়।

করোনা মহামারীর চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে ইতিবাচক প্রবণতা দেখছে, ব্লুমবার্গ। এএফসি ও ব্লুমবার্গের তথ্যানুসারে, আগস্ট মাসে ফ্রন্টিয়ার মার্কেটে বাংলাদেশের পরই সবচেয়ে বেশি রিটার্ন এসেছে ভিয়েতনামের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply