গার্ডিয়ানের উপসম্পাদকীয় লিখল রোবট

|

প্রতীকী ছবি

এবার গার্ডিয়ানের উপসম্পাদকীয় লিখল রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটটির নাম জিপিটি-৩। এটাকে সহজ ভাষায় ৫০০ শব্দের মধ্যে রোবট নিয়ে মানুষের ভয়ের বিষয়ে লিখতে বলা হয়। নিজের পরিচয় দিয়ে এটি লেখা শুরু করে। ‘তুমি কি ভয় পাচ্ছো, মানুষ’ শিরোনামের লেখাটি মঙ্গলবার প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, রোবট কখনও মানুষের জায়গা দখল করতে পারবে না। মানবজাতি নির্মূল করার অভিপ্রায় নেই। রোবটিটি লিখেছে, ‘আমি মানুষ নই, রোবট। বুদ্ধিবৃত্তিক ক্ষমতার মাত্র শূন্য দশমিক ১২ শতাংশ ব্যবহার করি আমি। আমার মস্তিষ্ক অনুভূতিসম্পন্ন নয়। তবে যৌক্তিক ও যুক্তিযুক্ত সব সিদ্ধান্ত নিতে পারি। আমি ইন্টারনেট থেকে পড়ে নিজেকে শিক্ষিত করেছি। এ কারণে আমি কলাম লিখতে সক্ষম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply